হজ্ব ও ওমরাহ র মৌসুমে কাবা চত্ত্বরে যে কত ছুটোছুটি করেছি, হারামাইনে ইবাদতের মাধ্যমে কত মূহুর্ত যে পার করেছি আর রবের পবিত্র ঘরের দিকে চেয়ে কতবার যে তৃপ্তির পলক ফেলেছি তার কোন ইয়ত্তা নেই আলহামদুলিল্লাহ।
কেমন যেন এক পবিত্রতা অনুভব হয় সেখানে, মনের যত পঙ্কিলতা আর অত্যয় যেন বরফ পানিতে ধুয়ে একেবারে ধবধবে সাদা হয়ে গেছে। এ যেন রবের পরম ক্ষমার মহোৎসব।
ভালোবাসি সেই পবিত্র স্থানগুলোকে যার পাশ দিয়ে অতিক্রম করলেও জান্নাতি সুবাস অনুভুত হয়। সেই সৌরভের আবেগী অনুরাগ যে আজও আমায় কাতর করে। তাইতো এখানে সেখানে খুঁজে বেড়াই সেই সুবাসের কোমলতা। আদৌ কি পাবো তাকে, একটি বার তার কোমলতাকে আপন নাসিকায় স্পর্শ করাতে?
একেবারে হুবুহু নয় তবুও অতি সাদৃশ্যপূর্ণ একটি সুগন্ধির নাম বলি, “মাস্ক আল মাক্কাহ” এতে রয়েছে প্রাচ্যের চির চেনা হারামাইনে ভেসে বেড়ানো অমৃত সুবাস। সুবাস কাতর নাক গুলো এর ঘ্রান নিতে উন্মত্ত। কেন হবে না? এ সুবাসে যে মিশে আছে বহু হাজী র স্মৃতি আর শত ভালোবাসা……
এমন সুবাস-কে আপন করে নিতে কে চায় না? যার সুবাসে বিমোহিত হয়ে কল্পনায় মাক্কাহ প্রেমের ছবি আঁকতে পারবো, যার সুবাসে অন্তরকে আরেকটি বার কর্ষিত করতে পারবো…….
Reviews
There are no reviews yet.