“স্পাইসি ওউদ”
ইদানিং প্রায়শই নিত্য নতুন সুগন্ধি যুক্ত হচ্ছে এবং এই সমৃদ্ধি নিয়মিত হবে ইনশাআল্লাহ, তারই ধারাবাহিকতায় এই দফায় প্রথম ধামাকা এক ঝাঁঝালো ওউদ। এর প্রশংসা যদি করতেই হয় আমি একে প্রথমেই বলবো “ছুপা রুস্তম” কারণ শুরুতেই এর চমক বুঝা মুশকিল। মনে হবে যেন পাশের বাড়ি থেকে মজাদার খাবারের ঘ্রাণ তেড়ে আসছে।
কিন্তু মিনিট বিশেক পরেই মনে হবে যেন রান্না শেষে খাবারের আসল স্বাদ চলে এসেছে। যতো রকম মশলা আছে, তেজপাতা, দারুচিনি, হালকা এলাচ, গোল মরিচ সহো নানান কিছুর সুগন্ধি একাকার হয়ে পাঁচমিশালি ঘ্রাণ। আরো প্রিমিয়াম লাগবে যখন বাতাসের মাঝে থেমে থেমে নাকে এসে ধাক্কা দিবে কাঁচা চন্দনের স্মেইল আর সামান্য ঔদের ভারিক্কি।
তবে এই “স্পাইসি ওউদ” এর একটাই মজার বিষয় হচ্ছে একটু পর পর বাতাসের সাথে এসে নাকে জানান দেয়া, যা খুব বেশী হালকাও না আবার শামামা আতরের মতো এতো বেশী ঝাঁঝালোও না, একদম ব্যালেন্সড একটি ওউদ। এবার “স্পাইসি ওউদ” নিয়ে এলাম সবার মাঝে যার মূল্য একদম হাতের নাগালেই।
Reviews
There are no reviews yet.