কিছু স্মৃতি কখনো ভোলার নয় তার ভেতর অন্যতম মক্কা-মদিনা সফর বা হজ্জ-ওমরাহ। যারা গিয়েছেন তারা দেখেছেন সৌদির মসজিদ গুলোতে এরকম কার্পেট, সেগুলোর আদলেই হুবহু তৈরী করার চেষ্টা করেছি আমরা। এ যেনো এক আবেগ যা ভোলার নয়।
কেউ কেউ হয়তো বলবেন আবেগ নিয়ে ব্যবসা? তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই:
ওই আবেগ ভালো যে স্মৃতি আপনাকে মক্কার হারামে নিয়ে যায়।
ওই আবেগ ভালো যে স্মৃতি আপনাকে নবীর রওজায় নিয়ে যায়।
ওই আবেগ ভালো যে স্মৃতি আপনাকে সোনার মদিনায় নিয়ে যায়।
ওই আবেগ ভালো যা মনে করে আপনার সালাতে মনস্থির করে।
ওই আবেগ ভালো যা আপনাকে ২ রাকাত বেশি সালাত আদায়ে উদ্বুদ্ধ করে।