প্রতিনিয়ত কোন না কোন কারণে আমরা আমাদের আপনজনদের প্রচুর হাদিয়া দিয়ে থাকি।
সেই হাদীয়াগুলো যদি হয় এমন সুন্নাহভিত্তিক, তাহলে হাদীয়া দিয়ে দিলেই শেষ হয়ে যাবেনা বরং যতদিন এ দিয়ে সৎ আমল করবে আপনার ভাগেও জমা হবে তার সওয়াবের একটি অংশ।
তবে হাদীসে আছে তার সওয়াব থেকে কোন কিছু কাঁটা হবেনা কারণ আল্লাহ রাব্বুল আলামীনের কাছে নেকীর কোনই কমতি নেই, তিনি যাকে ইচ্ছে যত খুশি দিবেন।
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – يَعْنِي ابْنَ جَعْفَرٍ – قَالَ أَخْبَرَنِي الْعَلاَءُ، – يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ – عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلاَلَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا ” .
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ যে ব্যক্তি সৎপথের দিকে ডাকবে সে তার অনুসারীর সমান সওয়াব পাবে, অথচ অনুসরণকারীর সওয়াব কমানো হবে না। অপরদিকে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে ডাকবে সে তার অনুসারীর সমান পাপে জর্জরিত হবে, তার অনুসারীর পাপ মোটেও কমানো হবে না।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৬০৯
Reviews
There are no reviews yet.