আন নাখবাতুল মাতবাল
এটি একটি আরবি নাম (النخبة المتبل) যার বাংলা অর্থ হয় “ঝাঁজালো ফুল” আর ইংরেজিতে হয় “Spicy Flower”।
যদিও এটি ফুলের নামের সাথে মিল রেখে নামকরণ করা, কিন্তু এতে আরো সবই ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়েছে। আমার কালেকশানে থাকা সবচেয়ে দামী দামী এবং পছন্দের সব উপাদান দিয়ে তৈরী করেছি এই রত্মটি। তো চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক এর নোটস, লংজিভিটি এবং পেছনের ঘটনা সহ বিস্তারিত।
তখনো নাম ঠিক করিনি, আমার মাথায় অনেকগুলো ব্লেন্ডের আইডিয়া ঘুরপাক খাচ্ছিলো, কিছু কিছু কাজ অনেক আগে ধরেও শেষ করতে পারিনি আর কিছু নষ্ট করে বসে আছি, যদিও সময় দিলে ঠিক করা সম্ভব। কিন্তু ব্যবসায়িক ও পারিবারিক কাজের চাপে সময় হয়ে উঠেনা। এ সমস্ত কাজে ফ্রেশ মাইন্ড ও সময় খুব জরুরী। অবশেষে সিদ্ধান্ত হলো নাহ আমার প্যাশনের জায়গায় সময় দিবো না তো কোথায় দিবো?? যেই ভাবা সেই কাজ, আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম।
কিন্তু কোনটা দিয়ে শুরু করি? অনেক ভেবে সিদ্ধান্ত হলো, যে সকল ইনগ্রেডিয়েন্টস সবচেয়ে জনপ্রিয় এবং আমার পছন্দের তা দিয়েই করি। সেগুলো হলো মাস্ক, রোজ এবং ওউদ, তবে শুধু এই তিনটি দিয়ে কি খেলা জমবে? তাই একে একে ব্যবহার হলো অনেক কিছু, এরপর করলাম আরেক টুইস্ট, কজানতে ইচ্ছে করছে তো তা কিহ? তা হলো আমার এক সিক্রেট এ্যকোর্ড, একটু ধৈর্য্য নিয়ে পরুন বলছি খানিক পরেই।
টপ নোটকে সুন্দর করতে যেহেতু এতে ফুলের আধিক্য বেশি রাখা হয়েছে আর কথায় আছে “প্রথমে দর্শনধারি এরপর গুণবিচারি” তাই সেই থেকে চিন্তায় আসলো প্রথম নোটসটাই যেহেতু সবাই মনযোগ দিয়ে খেয়াল করে, নামকরণ টায় ফুলের কথা রাখাটা যৌক্তিক হবে, আর ২য় শব্দটা টুইস্ট থেকে।
ব্যবহারের সাথে সাথে একদম পিওর গোলাপের সঙ্গে যে সুগন্ধিটির মেলবন্ধন পাবেন তা হলো ল্যাভেন্ডারের যার আধিক্য থাকবে ঠিক ১৫মিনিট। এরপর ধীরে ধীরে গোলাপ প্রমিনেন্ট হবে এবং পাশাপাশি অনেকে মাস্কের স্মেইলও টের পাবেন, অনেক ম্যাচিউর নোজ চন্দনও পেতে পারেন আগে ভাগেই। মজার বেপার হলো যেই পিওর রোজ একাকি ১ঘন্টা বিরাজ করে, তা কিনা তার পছন্দের সঙ্গী সাথীদের পেয়ে ২ঘন্টা পরও সে যেতে নারাজ।
যেতে নাহি দিতে চায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। গোলাপ চলে গেলেও রেখে যায় কাশ্মীরি মাস্ক ও আসামি ওউদকে, এটার ফিলিংসও থাকে প্রায় আরো ২/৩ ঘন্টা। আর হ্যা পুরো বেপারটা যিনি ব্যালেন্স করলেন তিনি আর কেউ না একদম মাশহুর, মাইসোরের ক্রিমি চন্দন। এখন বলি সেই টুইস্টের কথা, প্রথম থেকে প্রায় শেষ পর্যন্ত একটা হালকা মজাদার ঝাঁজ পাবেন যা পুরো বেপারটাকেই পুলকিত করেছে এবং অনেক স্মুথ থেকে নিজেকে জানান দিয়েছে, ঠিক যেনো ম্যাগি নুডলস, তার মশলা ছাড়া অপূর্ণ। এই স্পাইসেস টা সুগন্ধিটিকে অন্য এক মাত্রা যুগিয়েছে তাই নামকরণেও মিলেছে নিজের ঠাই।
স্পাইসেসটি মূলত আমার আগে থেকেই তৈরী করা একটি স্পাইসি এ্যাকোর্ড। যাতে আমি ব্যবহার করেছিলাম- ক্লোভ, সিনেমম, কার্ডামম, এনিস, কোরিয়েন্ডার সহ আরো কিছু সিক্রেট উপাদান। তাই ব্লেন্ডটিতি আপনারা অনেকেই অনেক রহস্য পাবেন, তবে আমি আমার মতো একটি পর্যবেক্ষণ তুলে ধরলাম, আপনারা চাইলে আপনাদের মতামতটি উপভোগ করার পর জানাতে পারেন। এই পুরো রোমাঞ্চকর অনুভূতি স্বম্বলিত আতরটি এই সিজনে স্কিন টু স্কিন ভ্যারি করে লাস্টিং করবে ৪-৬ ঘন্টা। যেহেতু এটি কাপড়ে ব্যবহারের জিনিস না তাই ওভাবে জামায় না চেক করলেও ঘুমের সময় বালিশে মেখে ৮ ঘন্টা পেয়েছি।
এটি করা হয়েছে অল্প কিছু স্লট আর পরিমানে দেওয়া হয়েছে প্রায় ২মিলি (বোতলটিও ২মিলির) কিন্তু সঠিক হিসেব রাখতে আমরা ১.৫গ্রাম দিয়েই দেখি বোতল প্রায় পূর্ণ। ন্যাচারাল ভাব আনার জন্য বোতলে আর বক্সে থাকবে অরিজিনাল চামরা ও ব্র্যান্ডিংএর জন্য লোগো এবং অথেনটিসিটি বুঝাতে খোদাই করা সিগনেচার।
মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রথম অফিসিয়াল রিলিজে এমন বাঘা বাঘা পিওর জিনিস হিসেবে দাম রাখা হচ্ছে মাত্র ২৯৯০/- যদিও এটা এমন চমকপ্রদ প্যাকিং ও রক্ত-ঘাম ঝড়ানো পরিশ্রমের সামনেই এটা কিছুনা।
এতো লম্বা লেখা ধৈর্য্য নিয়ে পড়ার জন্য অনেক অনেক শুকরিয়া।
স্বাগতম
আবু ইউসুফ ক্রিয়েশন।
Reviews
There are no reviews yet.