আলহামদুলিল্লাহ সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
মেলায় এতো এতো প্রতিযোগী ও এতো এতো প্রতিষ্ঠানের মাঝে আমাদের “হামনাহ” প্রথম গোল্ডেন এওয়ার্ড পেলো আলহামদুলিল্লাহ।
১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ৫০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজে সবাই বলে, “হ্যাঁ ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে।”
কিন্তু অল্প টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার পর ,যেই ছেলেটা সমপরিমাণ টাকা উপার্জন করে তাকে আজকের এ সমাজ বলে, ছেলেটা এখানো দাঁড়াতে পারলো না শেষ পর্যন্ত …….”ব্যবসা”।
যে ছেলেটা তার উপার্জন শুরুই করে হারাম দিয়ে, সেই সমাজ তাকে করে পুরস্কৃত। আর যেই ছেলেটা তার উপার্জন শুরু করে হালাল দিয়ে, সেই সমাজ তাকে করে তিরস্কার। বর্তমান সমাজ হারামকে মূল্যায়ন করে, হালালকে নয়।অথচ “ইবাদত কবুলের পূর্ব শর্তই হল হালাল উপার্জন।
আলহামদুলিল্লাহ হালাল ব্যবসার পুরষ্কার আমরাও পেয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যা আমাদের সামনে এগিয়ে যেতে অনেক অনেক অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ। সবাই আমাদের প্রতিষ্ঠানের উন্নতির জন্য দোয়া করবেন।
MASHA ALLAH GO AHEAD